হিজড়া সেজে ঢাকায় ইয়াবা পাচার করতো দুই রোহিঙ্গা

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তালিকাভুক্ত দুই ব্যক্তি হিজড়া সেজে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহের অভিযোগে গ্রেফতার হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৪ অভিযান চালিয়ে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সাভার এলাকার নিউমার্কেট থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- রফিক ওরফে কাজল হিজড়া (১৮) এবং মামুনুর ওরফে পরিমনি হিজড়া (২৩)। র‌্যাব- ৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন,গ্রেফতারকৃত আসামি দুইজনই রোহিঙ্গা। তারা দীর্ঘদিন তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। ছদ্মবেশ ধারণ করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে ইয়াবার চালান ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।