শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত বারোটায় বাংলাদেশ ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত কর্মীরা হলেন, রাউফুর রহমান সোহেল, এ বি এম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ, ফাহমিদ হাসান পলাশ।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর এবং ৩০ সেপ্টেম্বর ঢাকা কলেজের দুই সাংবাদিক ফয়সাল আহমেদ ও ওবাইদুর নির্মম নির্যাতন করা হয়। তারই প্রেক্ষিতে ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
ঢাকা কলেজের সাংবাদিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে