মধ্যরাতে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটের ফাস্টফুডের দোকানে আগুন

রাজধানীর বায়তুল মোকাররমে স্বর্ণ মার্কেটের নিচে একটি ফাস্টফুডের দোকানে আগুন লেগেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে তিনটি ইউনিট এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

স্বর্ণ মার্কেটের ২০ নম্বর দোকান ‘গ্রামীণ সুইটমিট বেকারি অ্যান্ড ফুডস লিমিটেড’ থেকে রাত দেড়টার পর ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে ফোন করে জানান এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, দোকানটির একটি ফ্রিজে আগুন লাগে। এসময় দোকানটি বন্ধ ছিল। পরে মার্কেটে নিয়োজিত প্রহরী ও কর্মচারীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে কল না দিলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বলেন, বায়তুল মোকাররমের স্বর্ণ মার্কেটের নিচতলায় একটি গলির ভেতরে ফাস্টফুডের দোকানটি থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন বেশি ছড়াতে পারেনি। সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়েছে। 

তিনি আরও বলেন, ধোঁয়া দেখার সাথে সাথে কেউ একজন ফায়ার সার্ভিসে কল দিয়েছে। তাৎক্ষণিকভাবে হেড কোয়ার্টার থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় হতাহত হয়নি কেউ। তবে দেরি হলে ভিন্ন কিছু ঘটতে পারতো। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে ও ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররমের স্বর্ণ মার্কেটের দোতলায় ‘সাজেদা জুয়েলার্স’ নামক একটি দোকানের পাশের করিডরে শর্ট সার্কিটে আগুন লেগেছিল। সেদিনও আশেপাশের দোকানিরা তাৎক্ষণিক আগুন নেভানোর সিলিন্ডার নিয়ে গিয়ে তাতে স্প্রে করলে আগুন নিভে যায়।