‘প্রত্নতত্ত্ব অর্থবিত্ত নয়, হৃদয় দিয়ে কাজ করার জায়গা’

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রত্নতত্ত্বে কেউ অর্থবিত্ত সংগ্রহের জন্য কাজ করছে না। এটা কিন্তু হৃদয় দিয়ে অনুভব করে কাজ করার একটি জায়গা।

রবিবার (১ অক্টোবর) বিকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার্স-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যেসব প্রত্নতাত্ত্বিক জায়গা রয়েছে, আমরা চাই সেগুলোর কাজ হোক। আমাদের মন্ত্রণালয়ের গেজেটভুক্ত জায়গা রয়েছে ৫১৭টি। সেগুলোতে মন্ত্রণালয় কাজ করতে পারে। এছাড়া পানামাসিটি নিয়ে পরিকল্পনা হাতে নিয়েছি।’ এ সময় তিনি পাহাড়পুর নিয়ে গবেষণাকারী দলকে সময়-সুযোগ করে পানামাসিটি গবেষণার আহ্বান জানান।

গবেষণাকারী দল ও ভলান্টিয়ারদের উদ্দেশ করে জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘যে সাইটগুলো হেরিটেজ হিসেবে স্বীকৃত, আপনারা সেগুলোতে যান। তবে অনুরোধ থাকবে, যেগুলোর স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে সেগুলোতেও যাবেন। ইউনেস্কোর স্বীকৃতি পেতে আমাদের আরও কী কী শর্ত পূরণ করতে হবে, সেগুলোও রিপোর্টে সুপারিশ করলে আমাদের জন্য ভালো হয়।’

মো. কামরুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আ ক ম শাহনেওয়াজ, বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক চন্দন কুমার দে, ইউনেস্কোর ঢাকা অফিসের অফিসার্স ইনচার্জ ড. শুসান ভাইজ। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন অস্ট্রেলিয়ার বেকেন ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ড. মো. মিজানুর রহমান।