মরক্কোতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন হারুন আল রশিদ  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মাদ হারুন আল রশিদকে মরক্কোতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি মোহাম্মেদ শাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হারুন আল রশিদ ২০০১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি কানাডার অটোয়াতে ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন।

চাকরি জীবনে তিনি রোম, কায়রো, মেক্সিকো সিটি, ও মাদ্রিদে বিভিন্ন পদে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।