ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক ৩৫ বছর।

ওই এলাকার রেললাইনের গেটম্যান আল মোহাম্মদ বলেন, তেজগাঁওয়ের নাখালপাড়া ও পুলপাড় এলাকার মাঝামাঝি শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রেললাইনে অন্যমনস্ক অবস্থায় বসে ছিল। ওই সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।