রবিবার উদ্বোধন হচ্ছে ফার্মগেটে নব-নির্মিত ফুটওভার ব্রিজ

রাজধানীর ব্যস্ততম স্থান ফার্মগেটে সংসদ ভবনের ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথমবারের মতো হাঁটার জন্য আলাদা দুটি লেনসহ প্রায় ১৮ ফুট চওড়া করে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। নব-নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন হতে যাচ্ছে রবিবার (১৫ অক্টোবর)। এদিন সকাল ১১টায় এর উদ্বোধন করা হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানান ডিএনসিসির তথ্য কর্মকর্তা তথ্য কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা পিয়াল হাসান।

উল্লেখ্য, গত বছর ২০২২ সালের মে মাসে ফার্মগেটের পুরোনো ফুটওভার ব্রিজটি ভেঙে এই নতুন ব্রিজের কাজ শুরু হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের অর্থায়নে ঢাকা উত্তর সিটির অধীনে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এই সেতু কর্তৃপক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড ব্রিজটি নির্মাণ করেছে। 

এ ফুটওভার ব্রিজে পথচারীদের চলাচলের সুবিধার জন্য দুই প্রান্তে স্কেলেটর ও লিফট বসানোর কথা রয়েছে। তবে প্রাথমিকভাবে শুধু সিঁড়ি স্থাপন হয়েছে। এছাড়া ওঠা-নামার স্থানে অস্থায়ী দোকানের জন্য প্লাজা নির্মাণসহ ব্রিজের নিচে ‘বাস বে’ ও ‘কার ড্রপ’ এরও সুবিধা রাখা হবে।