ঢাকা-ভাঙ্গা রেলপথের ‘অযৌক্তিক’ ভাড়া বাতিলের দাবি

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল মন্ত্রণালয়ের প্রস্তাবিত ভাড়াকে অসামঞ্জস্যপূর্ণ ও অযৌক্তিক বলে উল্লেখ করেছে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সমন্বিত প্ল্যাটফর্ম ‘নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)’। ঢাকা-ভাঙ্গা রেলপথের প্রস্তাবিত ভাড়া বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আন্তঃনগর ট্রেনের নন-এসি প্রস্তাবিত ভাড়া ৩৫০ টাকা এবং এসি চেয়ারের প্রস্তাবিত ভাড়া ৬৬৭ টাকা। কিন্তু ঢাকা-চট্টগ্রাম রেলভাড়া ৩৪৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৬৫৬ টাকা। ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গার দূরত্ব মাত্র ৭৭ কিলোমিটার এবং ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩২১ কিলোমিটার। সুতরাং ঢাকা-ভাঙ্গা রেলপথের জন্য প্রস্তাবিত ভাড়া যেমন সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ ও অযৌক্তিক, তেমনই জনগণের ওপর জুলুমের সামিল।

নিসআ’র কার্য নির্বাহী সম্পাদক মো. জাকারিয়া বলেন, ‘আমরা বলতে চাই, ঢাকা থেকে ভাঙ্গা রেলপথের যেই ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটা কতটা যৌক্তিক? কীসের ভিত্তিতে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে? যেখানে ঢাকা থেকে ফরিদপুর, ভাঙ্গার বাস ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা সেখানে কেন মানুষ কষ্ট করে কমলাপুর থেকে টিকিট কেটে দ্বিগুণ ভাড়া দিয়ে রেলপথে যাবে?’  

তিনি আরও বলেন, ‘আমরা চাই এই রেলপথে যেন যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়। মানুষ যেন সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সে রকম উদ্যোগ গ্রহণ করা হোক।’

মানববন্ধনে আরও ছিলেন– নিসআ’র কার্য নির্বাহী সদস্য নাঈম আল ইসলাম, সহ-সভাপতি আবিদ আহমেদ নিলয়, সাধারণ সম্পাদক মো. রায়হান, সদস্য আল-আমিন তালুকদার প্রমুখ।