অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলর শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম শফিকের কাছে সম্পদ বিবরণী চাইলে তিনি দুদকে মিথ্যা হিসাব দাখিল করেন। হিসাব বিবরণীতে তিনি ১১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ৬৭৭ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন। দুদকের অনসুন্ধান টিম জানতে পারে, তিনি এ বিবরণীতে দুই কোটি ৫৮ লাখ ২১ হাজার ৯৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে তার বিরুদ্ধে দুদক মামলাটি দায়ের করে।