স্বাস্থ্যের ঠিকাদার মিঠুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনে ঢাকা মহানগর সিনিয়র দায়রা জজ আদালত নিষেধাজ্ঞার আদেশ দেয়। একই সঙ্গে তার স্থাবর ও অস্থাবরসহ মোট ৭৩ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ৭৩৮ টাকা মূল্যের সম্পদ জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় এক ব্রিফিংয়ে দুদকের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

দুদক সচিব জানান, মো. মোতাজ্জেরুল ইসলাম (মিঠু) সিন্ডিকেট করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য খাতে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়ন কাজের নামে প্রভাব বিস্তার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে আমেরিকা, অস্ট্রেলিয়ায় ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বিপুল অর্থ পাচার করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন মর্মে তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধানে দুর্নীতির তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে দুদক কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সেগুলো হচ্ছে— মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়ে বুধবার (১৮ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মশিউর রহমানের স্বাক্ষরে নিষেধাজ্ঞার একটি চিঠি পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ৭৩ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ৭৩৮ টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ১৮ ধারার বিধান মতে ক্রোক  ও অবরুদ্ধ করার আদেশ পাওয়া গেছে।

সম্প্রতি আমেরিকায় মিঠুর ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে এমন তথ্য দুদকে জানে কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, সেটা তার জানা নেই। তাকে গ্রেফতার করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা অনুসন্ধানকারী কর্মকর্তা প্রয়োজন মনে করলে করতে পারেন।