জবিতে ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষার্থী কারাগারে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা এক মামলায় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র মেহেদী হাসান সৈকতকে আজ আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেন, আসামি সৈকত বিভিন্ন সময় মোবাইলে ও ফেসবুকে বিভিন্নভাবে তার সঙ্গে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করেছে। তবে ভিকটিম তাকে পাত্তা দেননি। এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর জগন্নাথ বিশ্বদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য তিনি ক্যাম্পাসে গেলে সৈকত পূর্বপরিকল্পিতভাবে তাকে যৌন হয়রানি ও হেনস্থা করে চলে যায়। পরে এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লিখিতভাবে অভিযোগ করা হয়। প্রক্টরের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে আসামিকে আটক করে। আটকের পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে।