রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় নিজ বাসা থেকে শারমিন নামে (২০) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (২১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগে প্রথমে বর্ষে পড়তেন শারমিন। তার বাবার নাম সেলিম মিয়া।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃতের চাচা হালিম মিয়া জানান, শনিবার রাতে মধ্য নন্দীপাড়া নিজ বাসায় সকলের অগোচরে ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দেন শারমিন। পরে বাসার লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, কী কারণে ফাঁস দিয়েছে তার কারণ জানা যায়নি। তবে পড়াশোনা না করায় বকাঝকা দেওয়ার কারণে এ ঘটনাটি ঘটাতে পারে।