রাজধানীর মহাখালী এলাকার আমতলীতে খাজা টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৮ মিনিটে খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।’
তিনি আরও বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ১৪ তলা ওই ভবনে থাকা অনেকেই ছাদে অবস্থান নেন। তাদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে এলে পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।’
ব্যাটালিয়ন আনসার মোতায়েন
এদিকে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭ প্লাটুন সদস্য কাজ শুরু করেছে।
আনসারের উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৫ টা ৭ মিনিটে বনানীর খাজা টাওয়ারে আগুন লাগে। আগুনের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা, আগুন নেভানোর কাজে সহায়তা করতে ২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং ৫ প্লাটুন প্লাটুন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়।