প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় এলআরএফের নিন্দা, বিচার দাবি

রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সংবিধান, আইন ও মানবাধিকার বিষয়ক সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। ওই স্থানের ভিডিও ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার দাবি করেছে সংগঠনটি।

শনিবার (২৮ অক্টোবর) সংগঠনের সভাপতি শামীমা আক্তার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বিবৃতিতে এ দাবি জানানো হয়।

যুক্ত বিবৃতিতে তারা বলেন, বিচার বিভাগ সংবিধান অনুযায়ী দেশের সব মানুষের আশা-ভরসার আশ্রয়স্থল। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা করা সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের কর্তব্য। তাই রাজনৈতিক কোনও বিষয়ে বিচার বিভাগকে জড়ানো এবং হামলার ঘটনা অনভিপ্রেত ও জনগণের স্বার্থের পরিপন্থি। প্রধান বিচারপতির বাসভবনের গেটে ভাংচুর উদ্বেগজনক ও নিন্দনীয়। যারাই এ ঘটনায় জড়িত থাকুক তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।