বিএনপির মহাসমাবেশে সহিংসতা ও পুলিশ হত্যার ঘটনায় ৩৬ মামলা

গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, পুলিশ হত্যা, সরকারি স্থাপনায় হামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাসহ বিভিন্ন অভিযোগে ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন সোমবার (৩০ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি বিভাগে এখন পর্যন্ত ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে নাম উল্লেখ করা আসামির সংখ্যা ১৫৪৪ জন, অজ্ঞাতনামা রয়েছে আরও অনেকেই।

মামলা দায়েরের পর ২৮ অক্টোবর ৬৯৬ জন এবং ২৯ অক্টোবর ২৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত ৯ দিনে ১৭২৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।