নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আউখাবো বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হলো।

বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১ দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দগ্ধ আলী আহমেদের (৬৩) মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ নভেম্বর রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ একই পরিবার পাঁচ সদস্যকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন হাসন বানু (৫৫) ও ওমর ফারুকের (১৮) অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে আইসিইউতে আলী আহমেদের মেয়ে শাহেরা আক্তারের (২৪) মৃত্যু হয়। বিস্ফোরণের ঘটনায় প্রথমে মৃত্যু হয় মো. সোনা মিয়ার।

উল্লেখ্য, ৩ নভেম্বর রাতে রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।