কাজ শেষ করে থানায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হয়েছেন খিলক্ষেত থানার এএসআই মফিজুল ইসলাম। সোমবার (১৩ নভেম্বর) রাতে খিলক্ষেত থানা এলাকায় এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিউটি শেষ করে থানায় ফেরার পথে কে বা কারা পেছন থেকে এএসআই মফিজুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তার সঙ্গে থাকা অন্য সদস্যরা খবর দেয়। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমিও সঙ্গে আছি।
কাজী শাহান আরও বলেন, কে বা কারা কী উদ্দেশ্যে তার ওপর হামলা চালিয়েছে, ছুরিকাঘাত করেছে এ বিষয়গুলো খতিয়ে দেখা হবে। প্রাথমিক চিকিৎসার পর তার সঙ্গে বিস্তারিত কথা বলবো বলেও জানান খিলক্ষেত থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।