২১ নভেম্বর ক্যান্টনমেন্টে সীমিত থাকবে যান চলাচল

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ কারণে ওই দিন ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কসহ সব সড়ককে যান চলাচল সীমিত থাকবে।

সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করেছে সেনা সদর।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়,  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য দুপুর ২টা থেকে সুর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে। যেসব স্থানে এসব জাহাজ রাখা হবে সেগুলো হচ্ছে— ঢাকায় সদর ঘাটে, চট্টগ্রামে নেভাল বার্থ বা বিএনআরআরবি, খুলনায় নেভাল বার্থ বা রকেট ঘাঁট, বাগেরহাটের দিগরাজ নেভাল বার্থ বা মোংলা বন্দর, বরিশালে বিআইডব্লিউটিএ ঘাট ও চাঁদপুরে বিআইডব্লিউটিএ ঘাট।