আদম তমিজীর আত্মহত্যার হুমকি, ফিরে গেলো র‌্যাব

ফৌজদারি মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজধানীর গুলশানের বাসায় হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেফতার করতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তিনি আত্মহত্যার হুমকি দিলে পরে সেখান থেকে ফিরে আসে র‌্যাব-১।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টার পর থেকে গুলশান ২ নম্বরে আদম তমিজীর বাসায় গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়।

র‌্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, র‌্যাব সদস্যরা আদম তমিজীর বাসায় ঢুকে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি আত্মহত্যার হুমকি দেন। এমনকি তার স্ত্রীদেরও হত্যার হুমকি দেন। পরিস্থিতি স্বাভাবিক না থাকায় র‌্যাব সদস্যরা ফিরে আসেন।

এর আগে তিনি দুবাই ও সৌদি আরবে অবস্থানের সময় ফেসবুক লাইভে এসে নিজের ব্যবসায়িক ক্ষতি এবং দখলের অভিযোগ এনে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন।

এ ছাড়া বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আদম তমিজী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি ফেসবুক লাইভে এসে বাংলাদেশের পাসপোর্টও পুড়িয়ে ফেলেন তিনি।

সৌদি আরবে অবস্থান শেষে গত ১৩ নভেম্বর বাংলাদেশে আসেন আদম তমিজী। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।