ছুটির রাতেই ছিনতাই করে তারা

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে তিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে মিরপুর মডেল থানার ১০ নম্বর সেকশনের ঝুটপট্টি রাব্বানী হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো মো. হৃদয় (১৯), মো. রুমান (২০) ও মো. সুজন (১৯)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তিরা মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের মধ্যে সুজন ও রুমান পোশককর্মী। আর হৃদয় সিএনজিচালিত অটোচালক। তারা শুধু ছুটির রাতেই ছিনতাই করে।

তিনি আরও বলেন, সাধারণত বৃহস্পতিবার রাতে অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি যায়। আবার অনেকেই ঢাকা আসে। এসব যাত্রীকেই টার্গেট করে তারা। সারা রাত ঘুরে কোনও যাত্রীকে একা পেলেই ছুরি ধরে সব ছিনিয়ে নেয় তারা।