রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছনে ফাঁকা জায়গা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। পরনে ছিল ময়লাযুক্ত ছেঁড়া পোশাক। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেকের জরুরি বিভাগের টিকিট কাউন্টারের পেছনে ফাঁকা জায়গায় ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখা যায়। উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বাচ্চু মিয়া বলেন, ‘প্রাথমিক ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

মৃত দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানায় জানানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোনায়েম বলেন, ‘ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।’