বৃষ্টিতে রাজধানীতে যানজট-ভোগান্তি

গতকাল থেকে চলছে দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। এসবের মধ্যে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর থেকে রাজধানীতে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। একদিকে অবরোধ অন্যদিকে বৃষ্টি, সব মিলিয়ে নগরবাসীর জীবনে বাড়তি দুর্ভোগ যোগ হয়েছে। এসব কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসমুখী লোকজন ও স্কুলগামী শিক্ষার্থীদের।

বিশেষ করে এদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কিছু পয়েন্টে যানজট দেখা গেছে। রাজধানীর বাংলামোটর, শাহবাগ, সায়েন্স ল্যাব, বিজয় সরণি ও আসাদগেট পয়েন্টে বাড়তি যানবাহনের চাপ দেখা গেছে। এসব রাস্তায় চলাচল করা যাত্রীদের যানজট ঠেলে বৃষ্টিতে কাঁকভেজা হয়ে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।

মিরপুর থেকে বাংলামোটরে আসা তানভির হাসান বলেন, মিরপুর-১ থেকে বিআরটিসি বাসে উঠেছি বেলা ১১টার দিকে। বৃষ্টির জন্য কিছু জায়গায় গাড়ি চলেছে ধীরগতিতে। ফার্মগেট পার হয়েছি দুপুর ১২টার দিকে। তবে বাংলামোটরে ঢুকতে দীর্ঘ সময় লেগেছে।

এছাড়া বৃষ্টিতে যারা রিকশায় চড়ে কিংবা ছাতা মাথায় দিয়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন তাদেরও ভোগান্তির কমতি নেই। বৃষ্টিতে সিএনজি, রিকশায় অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। শাহবাগ থেকে নিউ মার্কেট যাবেন সাবিনা ইয়াসমিন। এই পথে ভাড়া সর্বোচ্চ ৪০ টাকা হলেও আজ নিচ্ছে ৭০ থেকে ১০০ টাকা।

তিনি বলেন, একটু বৃষ্টি হলেই ভোগান্তি আমাদের। কিছু রিকশাচালক, সিএনজিচালক পেয়ে বসে। অতিরিক্ত ভাড়া নেয়।

সড়কে বাড়তি যানবাহনের চাপ নিয়ে ডিএমপির রমনা বিভাগের বাংলামোটরে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা নিউটন বাংলা ট্রিবিউনকে বলেন, বৃষ্টির জন্য দুপুরের দিকে সড়কে যানবাহনের কিছুটা চাপ ছিল। দুপুরে যানজট থাকলেও এখন তেমন গাড়ির চাপ নেই। বৃষ্টির জন্য কিছু কিছু জায়গায় গাড়ি ধীরগতি হয়েছে।