গত ২৮ অক্টোবর থেকে আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত সারাদেশে ২৭৯টি অগ্নিসংযোগ এবং স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে শুরু করে আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত দুর্বৃত্তের দেওয়া আগুন ও ভাঙচুরের ঘটনায় ২৬৭ পরিবহন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত এবং একটি অ্যাম্বুলেন্সে ভাঙচুরের ঘটনা ঘটে।
অগ্নিসংযোগে যানবাহনগুলোর মধ্যে রয়েছে ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৬টি অন্যান্য গাড়ি।