ঢাকা মেডিক্যাল এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশ থেকে ভবঘুরে এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শাহবাগ থানাধীন ঢাকা মেডিক্যাল কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ক্যান্টিনের পাশ থেকে অজ্ঞাত পুরুষ (৫৫) ভবঘুরেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।

পরিদর্শক মো. বাচ্চু মিয়া আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।