আলোকচিত্রে বুদ্ধিজীবী হত্যার স্মৃতি

রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা ও পাকিস্তানি বর্বরতার ভয়াবহ স্মৃতি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নতুন প্রজন্মকে বুদ্ধিজীবী দিবস ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এমন উদ্যোগ নিয়েছে বিগ্রেড ৭১ ও সজীব গ্রুপ নামে দুটি সংগঠন।

শহীদ বুদ্ধিজীবীদের মরদেহের প্রতীকী রূপ দিয়েছে শিশুরা ছবি: সাজ্জাদ হোসেন

ছবিগুলোতে জায়গা পেয়েছে মহান মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যা, মুক্তিযুদ্ধের প্রস্তুতি, ভারতে শরণার্থী ক্যাম্প, মুজিবনগর সরকার, গেরিলাদের ছবি, বীরশ্রেষ্ঠ ও বুদ্ধিজীবীদের ছবি। রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছবি দেখতে ভিড় করেন।

রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ছবি: সাজ্জাদ হোসেন

সহপাঠীদের সঙ্গে ছবিগুলো দেখছিলেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী রাইসা। তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমরা দেখিনি। বাবা-মায়ের কাছে গল্প শুনেছি, বই পড়ে মুক্তিযুদ্ধের গল্প জেনেছি। মুক্তিযুদ্ধের ছবি দেখছি এখানে।

মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী লিমন হোসেন বলেন, আমাদের প্রজন্ম তো মুক্তিযুদ্ধ দেখেনি। ছবিগুলো দেখে আমরা সেই সময়ে ভয়বহতা অনুধাবন করতে পারি। মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমাদের শ্রদ্ধা।

স্মৃতিসৌধে আলোকচিত্র প্রদর্শনী

ব্রিগ্রেড ৭১-এর কমান্ডার বিচ্ছু জালাল বলেন, ৭১ সালে বাঙালির ওপর যে রোমহর্ষক হামলা-নির্যাতন হয়েছে, সেই পরাজিত শক্তির দোসররা এখনও সক্রিয়। আমরা আজ স্বাধীনতার ৫২ বছর পরে এসেও নতুন প্রজন্মকে একাত্তরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যাকারীদের দোসরদের চিনিয়ে দিতে আমাদের দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।