বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর কারাদণ্ড

রাজধানীতে পৃথক তিনটি নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রায় ঘোষণা করেন।

কদমতলী থানার মামলা

২০১৩ সালে রাজধানীর কদমতলী থানার নাশকতার  এক মামলায় সাত জনকে পৃথক দুই ধারায় আড়াই বছর করে কারাদণ্ডের আদেশ দেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— শরীয়ত উল্লা, মুজাহিদ, মীর মো. আসাদুজ্জামান কাকন, সুমন চৌধুরী, আমিন মিয়া, জাহাঙ্গীর আলম ও হারুন অর রশিদ মিশু।

দণ্ডবিধির এক ধারায় তাদের দুই বছর করে সশ্রম করাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, আরেক ধারায়  তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গুলশান ও বনানী থানার মামলা

২০১৮ সালে রাজধানীর গুলশান থানার নাশকতার মামলায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আকরাম হোসেন, সিদ্দিকুর রহমান প্রান্ত, শাহজাহান কবির মন্টু, শরিফুল ইসলাম, তোফায়েল শিকদার, কামাল হোসেন,  মীর মো. স্বপন, ওয়াহিদুল ইসলাম, শাহিন, মামুন চৌধুরী, আব্দুল জলিল ব্যাপারী, রফিকুল ইসলাম ওরফে খোকন ও জয়নাল। আসামিদের মধ্যে প্রথম দুই জনকে পৃথক দুই ধারায় দুই বছর করে  এবং পরের ১০ জনকে দেড় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার মামলা

২০১৮ সালে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ৮ জনকে পৃথক দুই ধারায় তিন বছর করে প্রত্যেককে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— আবু তাহের, পারভেজ আলম, রজ্জব আলী পিন্টু, রিয়াজ আহম্মেদ রিয়াজ, শওকত ওরফর সাখাওয়াত হোসেন আনান,নব কুমার দত্ত, ইমরান হোসেন ইমু ও আরিফ হোসেন বাপ্পি।