মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন

ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে নিহতদের স্মরণ করলেন সাধারণ মানুষ।ছবি: নাসিরুল ইসলাম

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে “নাশকতার বিরুদ্ধে সংক্ষুব্ধ সকল স্তরের জনগণ” ব্যানারে স্টেশনের সাত নম্বর প্লাটফর্মে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রজ্বালিত মোমবাতি হাতে এবং নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।411682093_702860991617285_7915439374642015232_n

এর আগে ১৯ ডিসেম্বর নেত্রকোনা থেকে ঢাকায় আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। ওইদিন ভোর পৌনে পাঁচটার দিকে ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার সময় নাশকতার শিকার হয়। এতে পুরোপুরি পুড়ে যায় তিনটি বগি। ট্রেনটি তেজগাঁও রেলস্টেশনে আসার পর আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন চালক। তখন ট্রেনটি সেখানে থামানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এরপর একটি বগি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করলেও এখনও প্রতিবেদন দেয়নি।

414339466_906985557602244_8258403283385205906_n

412032028_204800289295407_3217752414802529964_n

412032021_1174324210403100_9046314038455663229_n.