ভোটের আগে মাঠে নামলো সেনাবাহিনী (ফটো স্টোরি)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বুধবার (৩ জানুয়ারি) থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে বাহিনীর সদস্যরা। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে তারা।

রাজধানীর বনানীর প্রধান সড়কে সেনাটহল

টহলরত সেনাসদস্যরা

ভোটের আগে মাঠে নামলো সেনাবাহিনীভোটের আগে মাঠে নেমেছে সেনাবাহিনী

শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স সেনাক্যাম্পে বাহিনীর সদস্যরা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে টহলরত সেনাসদস্য

বনানী প্রধান সড়কে সেনাটহল

সৈনিকক্লাব গেট থেকে বেড় হচ্ছে সেনাসদস্যদের বহনকারী গাড়ি

টহলরত সেনাসদস্যরা

১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সশস্ত্র বাহিনী