মানুষের ভিড়ে নেভানো যাচ্ছে না ট্রেনের আগুন

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চার জন নিহত হয়েছেন এবং ট্রেনের পাঁচটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। আর তা দেখতে ট্রেনের চারপাশে জড়ো হচ্ছে মানুষ। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ঘটনাস্থল থেকে বাংলা ট্রিবিউনের প্রতিবেদক জানান, পুড়ে যাওয়া ট্রেনটির পাওয়ার কারের পাশে প্রচুর মানুষ জড়ো হয়। এ সময় মাইকে বারবার সতর্ক করে সবার কাছে সহযোগিতা চাইছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিস ও র‌্যাবের কর্মকর্তারা। অনেক চেষ্টা করেও মানুষকে সরানো যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়ার কার থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, ভেতরে আরও মরদেহ থাকতে পারে।

জনগণকে সরতে বললেও তারা শুনছেন না

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে। এ সময় আগুনে দগ্ধ হয়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ট্রেনটির কয়েকটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে ৯টা ২৫ মিনিটে খিলগাঁও, পোস্তগোলা ও আশপাশের ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।