নির্বাচনের দিন চলাচল করবে মেট্রোরেল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৭ জানুয়ারি) মেট্রোরেল চলাচল করবে। নিয়মিত সময় অনুযায়ী যাত্রীদের চলাচলে প্রতিটি স্টেশনে থামবে ট্রেন।

শনিবার (৬ জানুয়ারি) ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ভোটের দিনেও মেট্রোরেল চলাচল করবে। বন্ধের কোনও নোটিশ দেওয়া হয়নি।

বর্তমানে মেট্রোরেল উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মধ্যবর্তী সব স্টেশনে যাত্রীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মোট ১৬টি স্টেশন রয়েছে।

এসব স্টেশনের মধ্যে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর কেবল উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে।