ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রবিবার (১৯ মে) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় রিকশাচালকরা। এসময় মেট্রোরেলের নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ এর মেট্রো স্টেশনের দুটি গেটে তালা দেয় দ্বায়িত্বরত এমআরটি পুলিশ। স্টেশনের এমআরটি পুলিশের দাবি, মেট্রোরেলের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যাত্রীরের সুরক্ষার জন্য গেটে তালা দেওয়া হয়েছিল।
রবিবার (১৯ মে) বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন মিরপুর ১০ এ দ্বায়িত্বরত ইনেসপেক্টর কবির হোসেন। তিনি বলেন, সকালে যাত্রীদের যেন কোনও ক্ষতি না হয় এবং মেট্রোরেলের ওপরে কোনও নাশকতার উদ্দেশ্যে কোনও বিক্ষোভকারী এগোতে না পারে সে জন্য দুটি গেটে তালা দেওয়া হয়েছিল।
এদিকে মেট্রোরেলের গেটে তালার বিষয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেখান থেকে বলা হচ্ছে, বিক্ষুদ্ধ অটোরিকশা চালকরা মেট্রোরেলের গেটে তালা দিয়েছেন, এতে ভেতরে যাত্রীরা আটকা পড়েছেন।
আরও পড়ুন-
অটোরিকশাচালকদের ‘বিক্ষোভ থেকে’ ট্রাফিক বক্সে আগুন, পথচারী গুলিবিদ্ধ
ব্যাটারিচালিত ও রঙচটা যান আর চালানো যাবে না ঢাকায়
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
লাঠিসোঁটা নিয়ে মিরপুরে রিকশাচালকদের সড়ক অবরোধ
অটোরিকশা বন্ধের দাবি শামীম ওসমানের, ‘বাংলার টেসলা’ বললেন প্রতিমন্ত্রী
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে সরকারের সহযোগিতা চায় ডিএনসিসি