আকাশ থেকে নির্বাচন নজরদারি করবে বিমান বাহিনী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম নজরদারি করবে বিমান বাহিনী। ইতোমধ্যে আকাশ থেকে সক্রিয়ভাবে নজরদারি চলমান রয়েছে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। 

আইএসপিআর জানায়, নজরদারি ছাড়াও বিমান বাহিনীর হেলিকপ্টারেরমাধ্যমে পার্বত্য এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট জনবল পাঠানো হয়েছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এসব নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়।

গত ৪ ও ৫ জানুয়ারি বিমান বাহিনীর তিনটি এমআই-১৭ এবং দুটি বেল-২১২ হেলিকপ্টারযোগে মোট ১৯টি মিশনে পার্বত্য অঞ্চলের বরকল, লক্ষ্মীছড়ি, আলীকদম, মারিশা, থানচি, যক্ষাবাজার, রোয়াংছড়ি, বিলাইছড়ি, রুমাসহ অন্যান্য দুর্গম পাহাড়ি অঞ্চলের ১১০টি পয়েন্টে প্রিজাইডিং অফিসার, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫২৪ জন সদস্য এবং ৪ হাজার ৬৬০ কেজি নির্বাচনি মালামাল ও ব্যালটবক্স সুষ্ঠুভাবে পরিবহন করা হয়।

একইভাবে শনিবার (৬ জানুয়ারি) হেলি সর্টির মাধ্যমে অবশিষ্ট ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ব্যালটবক্স এবং প্রয়োজনীয় সরঞ্জামগুলো পরিবহন অপারেশন পরিচালনা করা হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি এসব সদস্য এবং নির্বাচনি সরঞ্জাম প্রত্যাহারের অপারেশন চালানো হবে।