টেকনোক্র্যাট তিন মন্ত্রীর মধ্যে বাদ পড়লেন ২ জন

টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব পালনকারী দুই মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর মধ্যে বাদ পড়েছেন দুই জন।

সরকারের বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ডাক ও টেলিযোযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার। নতুন মন্ত্রিসভায় তিনি থাকছেন না। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ড. শামসুল আলম। নতুন মন্ত্রিসভায় তিনিও থাকছেন না।

তবে বর্তমান মন্ত্রিসভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী স্থপতি ইয়াফেস ওসমান নতুন মন্ত্রিসভায়ও থাকছেন।