আইনজীবীদের বাৎসরিক নবায়ন ফি বৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

আইনজীবীদের বাৎসরিক নবায়ন ফি ‘অস্বাভাবিক’ বৃদ্ধিতে বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইফতেখার উদ্দিন মাহমুদ, অ্যাভোকেট জামিউল হক ফয়সাল, অ্যাডভোকেট জামিলা মমতাজ, ব্যারিস্টার সাবিত এ খান। বার কাউন্সিলে পক্ষে ছিলেন অ্যাডভোকেট রবিউল ইসলাম বুদু।

শুনানি শেষে আগামী ২৮ জানুয়ারি এই বিষয়ে লিখিত আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।

এর আগে, আইনজীবীদের বাৎসরিক নবায়ন ফি বৃদ্ধি করে বাংলাদেশ বার কাউন্সিল। ওই সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে আইনজীবীদের পক্ষে এবিএম বায়েজিদ রিটটি দায়ের করেন।