প্যারিস খালে উদ্ধারকাজ শুরু হবে শুক্রবার থেকে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে মিরপুরের প্যারিস খালের খাল পরিষ্কারের কাজ শুরু হবে। এসময় মেয়র স্থানীয়দের সহয়তা কামনা করেন।

বুধবার (৩১ জানুয়ারি) মিরপুর ১১ নম্বর এলাকায় প্যারিস খাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, মিরপুরের এই খালটির প্রস্থ ৪০ ফুট হলেও কোনও কোনও জায়গায় এখন ১০-১১ ফুট অবশিষ্ট আছে। উদ্ধারের পর খালের পাশে ওয়াকওয়ে করা হবে। খাল পরিষ্কার থাকলে রোগবালাই কম হবে। মশার প্রজনন কমে যাবে।

মিরপুর ১১ নম্বর এলাকায় প্যারিস খাল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম

খাল উদ্ধারে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন জানিয়ে মেয়র বলেন, যখন খাল পরিষ্কারের মেশিন আসবে, তখন তাদের নানা বিপত্তিতে পড়তে হবে। খাল দখল কোনও সমাধান না। উচ্ছেদ না করা ছাড়া কোনও সমাধান নেই। যারা এখানে বসবাস করেন, তাদের চলে যেতেই হবে। কারণ ভাঙ্গা শুরু করলে থাকার কোনও অবস্থা থাকবে না।

ঢাকার অন্যান্য খালগুলোর মতোই এই খালের সংস্কার করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ঢাকার যেসব খাল এভাবে দখল করা হয়েছিল সবগুলোই কিন্তু ধীরেধীরে আমরা উদ্ধার করেছি। ভবিষ্যতে স্থায়ীভাবে এসব খালের সমাধান করা হবে।

তবে খালের পাশে বসবাস করা বাসিন্দাদের দাবি, পুর্নবাসন না করে এইভাবে হুটহাট সরিয়ে দেওয়া অন্যায়। প্রতিনিয়তই খাল বড় করার নামে তাদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে।