ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকার নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএনসিসির আয়োজনে গুলশানের শহীদ ডা. ফজলে রাব্বি পার্কে সংসদ সদস্যদের উন্নয়ন ভাবনা ও সংবর্ধনা অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে মেয়র মো. আতিকুল ইসলাম সংসদ সদস্যদের উত্তরীয় পরিয়ে এবং পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে সংবর্ধনা দেন।
উন্নয়ন ভাবনা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী।
প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হননি।
অনুষ্ঠানে সংসদ সদস্যরা ঢাকা শহরকে একটি স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় ডিএনসিসি এলাকার আওতাধীন ফুটপাত দখলমুক্ত করতে সংসদ সদস্যদের সহযোগিতা চান মেয়র।
অনুষ্ঠান উপলক্ষে শহীদ ফজলে রাব্বি পার্ক নান্দনিকভাবে সাজানো হয়। সন্ধ্যা থেকে বাহারী পিঠার ব্যবস্থা ছিল আমন্ত্রিত সবার জন্য। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন কুষ্টিয়া থেকে আসা লালন একাডেমির সংগীত শিল্পীবৃন্দ, পারভেজ অ্যান্ড সুফিয়ানা, সৃষ্টি বাউল, শফি মন্ডল, ভজন ক্ষ্যাপা, সাব্বির কোরাইশি, তানিয়া ইসলাম প্রমুখ।