নারায়ণগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহতের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারভেজ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। তাদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর, বাকিরা শঙ্কামুক্ত।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে পশ্চিম কান্দারগাঁও এলাকায় ঘটে এ ঘটনা।

আহতরা হলেন মো. রুহুল আমিন (৪০), মো. আক্তার হোসেন (৩২), মো. মনির প্রধান (৩৮), মো. হৃদয় (২৪), মো. মোতালেব মিয়া (৬০), মো. লিটন (৩৫) ও মো. আলম মিয়া (২৩)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা পিয়াল হাসান বলেন, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আটজন আহত হন। তাদের প্রথমে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে আনলে পারভেজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি সাত জন চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ব্যক্তির গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামে। তিনি পেশায় ঠিকাদার ছিলেন।