রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগে ছয় তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে শফিকুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মে) রাত সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শফিকুল একটি কাপড় দোকানের বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করতেন।
নিহতের চাচা হাজী মোহাম্মদ বাদল বলেন, অতিরিক্ত গরমে রাতে ভাড়া বাসার ছয় তলার ছাদে গিয়েছিল শফিকুল। কোনোভাবে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত শফিকুল মাদারীপুর কালকিনি উপজেলার সাহেব রামপুর গ্রামের রশিদ হাওলাদারের ছেলে। বর্তমানে ৯৭/১ ইসলামবাগ ছয় তলা বাড়ির ছয় তলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।