মিরপুর ঝিলপাড়ের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।

ছবি: নাসিরুল ইসলাম

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৫৭ মিনিটে মিরপুর-১২ এর ঝিলপাড় বস্তিতে আগুন লাগার খবর পান তারা। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

418435515_1083973992715497_2408542088487670102_n

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

418249283_1715064682353173_3254916855776721796_n418566202_938965247784766_381012231537518840_n418161290_1086159306000428_2656176409819459114_n

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়