প্রকাশিত হলো মাহ্‌বুব হাসান জ্যোতির ‘ভুল সেই রাত’

অমর একুশে বইমেলায় এসেছে নাট্যকার মাহ্‌বুব হাসান জ্যোতির নতুন উপন্যাস ‘ভুল সেই রাত’। বইটি প্রকাশ করেছে অয়ন প্রকাশন। এর কর্ণধার মিঠু কবির জানান, ১৬ ফেব্রুয়ারি বইটি স্টলে তোলা হয়েছে। বইটির দাম রাখা হয়েছে ৬০০ টাকা।

সমকালীন এই উপন্যাসের প্রচ্ছদ করেছেন বরেণ্যশিল্পী ধ্রুব এষ।

কাহিনী আর বিষয়বস্তু নিয়ে লেখক জ্যোতি বলেন, পরিবার, সমাজ কিংবা রাজনীতি- সবখানেই তো পরতে পরতে এখন শঠতা আর কপটতা ভর করে আছে। এ উপন্যাসের উপজীব্য বিষয়ও তা-ই। চেষ্টা করেছি চিন্তার জগতে ঘুরপাক করতে থাকা কাহিনিটি তুলে ধরতে।

মাহ্‌বুব হাসান জ্যোতির এর আগেও বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তার সবশেষ উপন্যাস ‘উড়নচণ্ডীর উথালপাথাল দিন’ ২০২১ সালের বইমেলায় বের হয়েছিল।