ভাষাশহীদদের প্রতি মানবাধিকার কমিশনের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় মানবাধিকার কমিশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সচিব সেবাষ্টিন রেমা, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান জানান, শ্রদ্ধা নিবেদন শেষে ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, ১৯৫২ সালের ভাষাশহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। ইতিহাসের মাইলফলক ভাষা আন্দোলনের ভেতর দিয়ে আমাদের আত্মচেতনা ও জাতীয়তাবোধের উন্মেষ ও বিকাশ ঘটেছিল। এ জন্য সর্বস্তরে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য আমাদের সচেতন থাকতে হবে।