খতনা করাতে গিয়ে শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ চাইল্ডস রাইটসের

রাজধানীর মালিবাগের একটি ডায়াগনস্টিকে সুন্নতে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিদ আইহাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। চাইল্ডস রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলছে, দ্রুততার সঙ্গে আইহামের মৃত্যুর ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে শিশুদের সঠিক চিকিৎসা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করারও জোর আহ্বান জানায় সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে, শিশু আহনাফ তাহমিদ আইহাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যার পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালে তাকে সুন্নতে খতনা করাতে নিয়ে যান তার বাবা ফখরুল আলম। স্বজনদের অভিযোগ, রাত আটটার দিকে তাদের অনুরোধ উপেক্ষা করে চিকিৎসকরা আহনাফকে অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করে। এরপর শিশুটির আর জ্ঞান ফেরেনি। কিছুক্ষণ পর হাসপাতালটির পক্ষ থেকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। এর আগেও সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, যা সবাইকে উদ্বিগ্ন করে তুলছে। প্রায়ই শিশু, নবজাতক ও গভর্বতীদের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসাজনিত অবহেলার নানা সংবাদ গণমাধ্যমে দেখা যায়।

শিশুর স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সঠিক চিকিৎসা ও নিরাপদ স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি। খোদ রাজধানীতে স্বল্প সময়ের ব্যবধানে দুই শিশুর সুন্নতে খতনা করাতে গিয়ে মৃত্যু প্রমাণ করে, স্বাস্থ্য খাতের পরিবীক্ষণ ব্যবস্থা আরও জোরদার করা জরুরি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে দেশের সব লাইসেন্সপ্রাপ্ত ও অনিবন্ধিত বেসরকারি হাসপাতালের তালিকা প্রকাশের জন্য এ সম্পর্কিত উচ্চ আদালতের নির্দেশনা পালনে যথাযথ কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে সংগঠনটি।