প্রকাশিত হলো সুমন রহমানের মাইগ্রেশন অফ মেটাফর্স

বাজারে এসেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিষয়ের অধ্যাপক ড. সুমন রহমানের নতুন বই মাইগ্রেশন অফ মেটাফর্স। জনপ্রিয় প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) বইটি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ইউপিএল কার্যালয়ে বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আযম।

অনুষ্ঠানে আলোচকেরা বলেন, মাইগ্রেশন অফ মেটাফর্স বইয়ে লেখক গ্রাম থেকে শহরে আসা জনগোষ্ঠীর জীবনের গল্প তাদের গানের চর্চার মধ্যে খোঁজার চেষ্টা করেছেন। তিনি দেখিয়েছেন, ভাগ্যবিড়ম্বিত জনগোষ্ঠীর এই শহরে আসার বেদনাত্মক আখ্যান কীভাবে বাংলা গানে আরবান ফোক নামে একটা রোমাঞ্চকর ধারার (জনরা) জন্ম দিয়েছে বাংলাদেশে। তাদের মতে এ বইটি শহুরে নিম্নবিত্তের পরিচয় এবং তাদের মননের উৎকর্ষ সম্পর্কে জানতে একাডেমিক অধ্যয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থান করে নেবে।

মাইগ্রেশন অফ মেটাফর্স বইয়ের লেখক সুমন রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। উন্নয়ন অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। দক্ষিণ এশীয় অধ্যয়ন নিয়ে পড়াশুনা করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে। সবশেষ পিএইচডি করেছেন সাংস্কৃতিক অধ্যয়নে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড থেকে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপনা করছেন। এর আগে দুটো কবিতাগ্রন্থ, দুটো গল্পগ্রন্থ ও একটি প্রবন্ধগ্রন্থ রচনা করেছেন তিনি। ছোটগল্প “নিরপরাধ ঘুম”-এর জন্য ২০১৬ সালে কমনওয়েলথ ছোটগল্প পুরষ্কারের সংক্ষিপ্ত তালিকায় এসেছিল তার নাম। “নিরপরাধ ঘুম” গল্পগ্রন্থটি ২০১৯ সালে প্রথম আলো বর্ষসেরা বই পুরষ্কার পায়।