আজকের প্রকাশিত বই

দিন যত যাচ্ছে, বইপ্রেমীদের ভিড়ও তত বাড়ছে। প্রতিবারের মতো মেলায় পুরোনো বইয়ের পাশাপাশি স্থান পাচ্ছে নতুন বইও। অমর একুশে বইমেলার ২৩তম দিন শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ১৯৭টি।

তবে নতুন বইয়ের মান নিয়ে বই কিনতে আসা পাঠকদের মধ্যে রয়েছে নানা প্রতিক্রিয়া। বই বেশি প্রকাশিত হলেও বইয়ের মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

ঢাবি শিক্ষার্থী সাজেদ সুমন বলেন, আমি আজ এসেছি মূলত কবিতার বই কিনতে। এসে বিদ্যা প্রকাশ থেকে কবি ইমতিয়াজ মাহমুদ ও হেলাল হাফিজের দুটি বই কিনলাম। তরুণ কবিদের বই খুঁজে ভালো কবিতার বই পাইনি।

তিনি আরও বলেন, এবারের বইমেলায় সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই। কিন্তু বেশির ভাগেরই মান ভালো না। কবিতা প্রকাশকালে প্রকাশদের মানের দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

বই: চাষাভুষার কাব্য
বিষয়: কবিতা
লেখক: নির্মলেন্দু গুণ
মূল্য: ২০০ টাকা
প্রকাশক: বিভাষ

বই: ঘুঘু বিদ্যা
বিষয়: কবিতা
লেখক: ধ্রুব এষ
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
মূল্য: ২৭০ টাকা
প্রকাশক: বিদ্যাপ্রকাশ

বই: গোপন রাজনীতির গল্প
বিষয়: ইতিহাস
লেখক: ইমতিয়ার শামীম
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
মূল্য: ৬০০ টাকা
প্রকাশক: কথাপ্রকাশ

বই: রংপুরের লোককাহিনী ও কিংবদন্তি সমীক্ষণ
বিষয়: ইতিহাস
লেখক: মোতাহার হোসেন সবুজ
প্রচ্ছদ: চারু লস্কর
মূল্য: ৩০০ টাকা
প্রকাশক: পাতা প্রকাশ

বই: জেনোসাইড
বিষয়: প্রবন্ধ
লেখক: রিয়াদ হোসেন
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ২০০ টাকা
প্রকাশক: ভাষা প্রকাশ

বই: রাজশাহীতে ভাষা আন্দোলন
বিষয়: ইতিহাস
লেখক: ড. তসিকুল ইসলাম রাজা
প্রচ্ছদ: আর কে বিল্লাল
মূল্য: ৬৫০ টাকা
প্রকাশক: বর্ণবিন্যাস

বই: বঙ্গবন্ধু: ভাষা আন্দোলন ও স্বাধীনতা
বিষয়: প্রবন্ধ
লেখক: ড. জাহিদুল ইসলাম
প্রচ্ছদ: ড. জাহিদুল ইসলাম
মূল্য: ৩৫০ টাকা।
প্রকাশক: ইমন প্রকাশনী