বেইলি রোডে আগুন

ভবন আটকে পড়াদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস

রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন ওই ভবনের সব ফ্লোরে ছড়িয়ে পড়ছে। ভেতরে অনেকে আটকা পড়েছেন। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।428512978_430566105977530_6778398599003042032_n(1)

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ১২ ইউনিট কাজ করছে।

তিনি বলেন, ভবনের ভেতরে অনেক লোক আটকে আছে বলে আমরা জানতে পেরেছি। আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি।

ছাদে কিছু নারী ও শিশু ছিলেন। তাদের আগে নামিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিস।

এদিকে, স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার পরিবারসহ ভবনটিতে আটকা পড়েছেন। তিনি ফেসবুক পোস্টে জানান, বিল্ডিংয়ের ছাদে কমপক্ষে ৫০ জন পুরুষ আছেন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মীরা ছাদে তাদের সঙ্গে আছেন।

বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

দগ্ধ ৬ জন হাসপাতালে