বাংলাদেশ লোকসংগীত পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ লোকসংগীত পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইন্দ্রমোহন রাজবংশীর গান নিয়ে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং বিশেষ অতিথি ছিলেন লোকসংগীত শিল্পী আবু বকর সিদ্দীক। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেটের আঞ্চলিক গানের বরেণ্য শিল্পী আকরামুল ইসলাম।

বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতি দীপ্তি রাজবংশীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সহ-সভাপতি অণিমা মুক্তি গমেজ, সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদ, সেলিনা হোসেনসহ আরও অনেকে। বাংলাদেশ লোকসংগীত পরিষদের ২৬ বছরের পথচলা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন অণিমা মুক্তি গমেজ।

অনুষ্ঠানে আকরামুল ইসলামকে সংবর্ধনা জানানো হয়। একইসঙ্গে বাংলাদেশ লোকসংগীত পরিষদের শিল্পী এবং আমন্ত্রিত শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।