রাজধানীর আরেক রেস্টুরেন্টে আগুন

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই ওয়ারীতে একটি রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাওয়া গেছে। শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পেশওয়ারাইন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সূত্রাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।

ওয়ারিতে রেস্টুরেন্টে আগুন

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তায় জ্যামের কারণে কিছুটা দেরি হয়েছে ঘটনাস্থলে পৌঁছাতে। সিদ্দিকবাজার থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  এখন মোট ৫টি ইউনিট সেখানে কাজ করছে।

ওয়ারিতে রেস্টুরেন্টে আগুন

তিনি আরও জানান, ওয়ারির পেশওয়ারাইন রেস্টুরেন্টের কিচেনে আগুন লেগেছিল। রাত ১০টা ১৪ মিনিটে খবর পেয়ে ১০টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে।

ওয়ারিতে পেশওয়ারাইন রেস্টুরেন্টে আগুন

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিসের কাছে। এরপর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুনে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন ২২ জন।