অগ্নিকাণ্ডে নিহত শিক্ষার্থী মিনহাজের মরদেহ হস্তান্তর

বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত শিক্ষার্থী কে এম মিনহাজ উদ্দিনের (২৫) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২ মার্চ) বিকালে তার মরদেহ গ্রহণ করেন স্বজনরা। মিনহাজের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামে।

রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, ফরেনসিক পরীক্ষা শেষে সুরতহাল রিপোর্ট তৈরি ও ডিএনএ নমুনা সংগ্রহের পর মিনহাজের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, মিনহাজ মিরপুরের শেওড়াপাড়ায় থাকতেন। পড়াশোনার পাশাপাশি পামাপাশা নামের একটি আইটি ফার্মে চাকরি করতেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে বাকি দুইটি মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। সবারই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।