বেইলি রোডে আগুন: শঙ্কামুক্ত নন চিকিৎসাধীন ৭ জন

বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুনের ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাত জন। তাদের মধ্যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচ জন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজন। তবে তাদের কেউ আশঙ্কামুক্ত নন।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাকিব (২৫), আনামত কাজী (২০), ফারদিন (১৮), মেহেদী হাসান (২২) ও সুমাইয়া (৩১) এবং ঢামেক হাসপাতালে মো. ইকবাল (২৩) ও জোবায়ের (২৫)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, যারা এখনও চিকিৎসাধীন আছেন, তাদের সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এ মুহূর্তে কাউকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, শনিবার (২ মার্চ) ছয় জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা হলেন, ফয়সাল (৩৬), সাদ মোহাম্মদ (২৩), রাকিব (২৮), আফজাল (২৪) ফরিদুল (২৭) ও জহিরুল (২৬)।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানিয়েছেন, আহত দুজনের মধ্যে অর্থোপেডিক বিভাগে একজন ও ক্যাজুয়ালটি বিভাগে একজন ভর্তি রয়েছেন। তারা শঙ্কামুক্ত নন।