স্কুলে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কদমতলীর পলাশপুর আইডিয়াল স্কুলে জাতীয় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে তৌফিক হাসান সিফাত রিয়ান (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া এ তথ্য জানান।

রিয়ান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বনগ্রাম গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। বর্তমানে শনির আখড়া পলাশপুর আইডিয়াল স্কুলের পাশে পলাশপুর ৫ নম্বর রোডে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তিন বোন এক ভাইয়ের মধ্যে রিয়ান ছিল ছোট। সে পলাশপুর আইডিয়াল স্কুলে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন স্কুলের তত্ত্বাবধায়ক রাশেদ খান। তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে স্কুলের এক কর্মচারী জাতীয় পতাকা টাঙাচ্ছিল। সে সময় রশিতে গিট লাগে। ওই কর্মচারি সেটা খুলতে পারছিল না। পরে সেখানে যায় রিয়ান। সে স্টিলের খুঁটি (পাইপ) খুলে রশিটি ঠিক করে পতাকা টাঙায়। পরে আগের জায়গায় স্থাপনের সময় পাশ দিয়ে যাওয়া তারে খুঁটিটি স্পর্শ করলে রিয়ান  বিদ্যুৎস্পৃষ্ট হয়।’

তিনি বলেন, ‘রিয়ানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় দেশ বাংলা হাসপাতাল পরে ঢামেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’

খবর পেয়ে ঢামেকে আসেন মৃতের ফুপা বুলবুল হোসেন ও ভগ্নিপতি রায়হান মিয়া। রায়হান মিয়া অভিযোগ করে বলেন, ‘স্কুলে কীভাবে এমন দুর্ঘটনার শিকার হলো রিয়ান? এখানে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের গাফিলতি ছিল। এ কাজগুলো দাফতরিক কাজ। রিয়ান শিক্ষার্থী, পতাকা টাঙানোর দায়িত্ব তার নয়।’ তিনি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে বিচারের দাবি জানান।

এএসআই মো. মাসুদ মিয়া বলেন, ‘মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’